ইভটিজিংয়ের দায়ে যুবককে ছয় মাসের কারাদণ্ড দিল আদালত
নারীকে উত্যক্ত করার অপরাধে ঠাকুরগাঁওয়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মাহফুজার রহমান। সে বরুনাগাঁও এলাকার মৃত আজগর আলী ছেলে। পুলিশ জানিয়েছে,
উত্যক্ত করা যুবককে স্থানীয় এলাকাবাসী আটক করে। এ সময় ইউপি সদস্য উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনকে বিষয়টি জানায়। পরে তাৎক্ষণিকভাবে সদর থানার পুলিশ ফোর্সসহ ভ্রাম্যমাণ আদালতের একটি টিম নিয়ে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে ইভটিজিংয়ের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.