![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F4ee08405-8708-4357-8be6-58336efd8c9f%252Fdre1.jpg%3Frect%3D0%252C0%252C3000%252C1575%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
দেউলিয়া হয়েও পাত্তা দিচ্ছেন না সাবেক রিয়াল তারকা
প্রথম আলো
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ১২:৫৯
২০০৭ সালে ডাচ ক্লাব ফেইনুর্দ থেকে প্রায় দেড় কোটি ইউরোর বিনিময়ে রিয়ালে এসেছিলেন ড্রেন্থে। তখন তাঁর বয়স ১৯। প্রচণ্ড গতি, পাশাপাশি স্কিল মিলিয়ে ভবিষ্যতের তারকাই ভাবা হচ্ছিল ডাচ উইঙ্গারকে। ক্যাসিয়াস, রামোস, রোবেন, স্নাইডার, ক্যানাভারো, পেপে, রবিনিও, রাউলদের সতীর্থ ছিলেন সে সময়ে।