সরাইলে নদের পাশে নিচু জমিতে গৃহ নির্মাণের উদ্যোগ

প্রথম আলো সরাইল প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ১০:২৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার লাহুর নদের পাশে ১০ ফুট গভীর নিচু জমি ভরাট করে আশ্রয়ণ প্রকল্প-২-এর গৃহ নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসন বলছে, সেখানে প্রতিরক্ষাদেয়াল নির্মাণ করা হবে। তবে স্থানীয় লোকজনের আশঙ্কা, সে দেয়াল কাজে আসবে না, বরং বর্ষা এলেই এ ঘর নদের স্রোতে বিলীন হয়ে যাবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বরাদ্দে নির্মিতব্য এসব গৃহ পাবেন ভূমিহীন ও গৃহহীন মানুষেরা। উপজেলায় এমন ১০২টি পরিবারকে ওই প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। এখন চলছে স্থান নির্ধারণ ও গৃহ নির্মাণের প্রক্রিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও