একই খাবারের অর্ডার আনলেন ৪২ জন ডেলিভারি বয়!
অ্যাপের সমস্যার আরেকটি নতুন উদাহরণ দেখল ফিলিপাইনের সেবু শহর। ওই শহরের বাসিন্দা, সাত বছরের এক শিশু তার দাদী এবং নিজের জন্য দুই বাক্স ফ্রায়েড চিকেন ফিলে এবং ভাতের জন্য একটি অনলাইন খাবার ডেলিভারি কোম্পানিতে অর্ডার দিয়েছিল।
জানা যায়, ইন্টারনেট স্লো থাকার কারণে ওই শিশুটি বেশ ঝামেলার পর খাবারের অর্ডার দিতে পেরেছিল। আর অ্যাপের এই প্রযুক্তিগত ত্রুটির ফলে একই খাবারের পার্সেল হাতে একই বাড়িতে পৌঁছলেন ৪২ জন ডেলিভারি বয়। তাদের কারণে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বারাঙ্গায় মাবোলো দিনের ব্যস্ত সময়ে প্রায় থমকে যায়।
- ট্যাগ:
- জটিল
- অনলাইন
- ইন্টারনেট সমস্যা
- খাবার