কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য নিয়ে আমরা কী করছি
বাংলাদেশ নামটার সঙ্গেই রয়েছে তারুণ্যের গভীর যোগসূত্র, দেশটা একদা স্বাধীন করেছিল একঝাঁক প্রাণবন্ত তরুণ-তরুণী। আজকে অর্ধশত বছর পার হওয়া দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তিও এই তরুণসমাজ। ইউএনএফপিএর হিসাব অনুযায়ী, ১৫ থেকে ২৪ বছর বয়সী জনগোষ্ঠী এ দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ।