কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এই সব কারণের জন্যই ডিসেম্বর মাস অধিকাংশের কাছে এত প্রিয়, আর আপনার?

এইসময় (ভারত) প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ২৩:০৫

এবছর সকলেই প্রতীক্ষা করে ছিলেন কবে ডিসেম্বর আসবে। বছর শেষের জন্য শুরু হয়েছে দিনগোনা। এবছর নানা ভাবেই সকলের কাছে স্মরণীয়। খুব ভালো কেউই কাটাননি। নানা ঘাত প্রতিঘাতে কাটল বছর। কিন্তু এসব বাদ দিলেও ডিসেম্বর সবার কাছে খুব প্রিয় মাস। একটা বছরের শেষ আর একটা বছরের শুরু। মান-অভিমানের হিসেব বুঝে নেওয়ার পালা। ডিসেম্বর মানেই পার্টি, পিকনিক আরও কত কিছু। এছাড়াও ডিসেম্বরে জমিয়ে খাওয়াদাওয়াও হয়। চারিদিকে রং-বেরঙের সবজি। কেক, পিঠে, পায়েসের গন্ধে মম করে রান্নাঘর। আর শীতের রোদে পিঠ দিয়ে বসে কমলালেবু খাওয়ার মজাটাই আলাদা। শীতে বিয়েবাড়ি থেকে জন্মদিন প্রচুর নেমতন্নও থাকে। সুন্দর করে সেজেগুজে সেলফি তোলার দিন ডিসেম্বর। ক্রিসমাস, পিকনিক, পার্টি সব মিলিয়ে কত নস্ট্যালজিয়া তৈরি হয় এই শীতকালেই। আর তাই সব মিলিয়েই ডিসেম্বর সেরা মাস। বাকিদের চোখে কেন এই মাস এত প্রিয় তা একবার দেখে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও