কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাতিসংঘের পর্যবেক্ষকদের ঢুকতে দেবে না ইরান

প্রথম আলো ইরান প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ২২:৩৫

পরমাণু কর্মসূচি জোরদার ও পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পর্যবেক্ষকদের প্রবেশ বন্ধ করতে গত বুধবার একটি আইন অনুমোদন করেছে ইরানের গার্ডিয়ান কাউন্সিল।

এই আইন অনুমোদনের ফলে ২০১৫ সালে সই করা ঐতিহাসিক পরমাণু চুক্তির শর্ত মোতাবেক ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বেঁধে দেওয়া সীমা আর মানবে না তেহরান। তবে দুই মাসের মধ্যে তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হলে ওই সীমা মেনে চলবে ইরান।

গত সপ্তাহে ইরানের প্রধান পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যা করার জেরে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। ওই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের শীর্ষ নেতারা। এর ধারাবাহিকতায় পারমাণবিক কর্মসূচি জোরদার করতে গত মঙ্গলবার ইরানের পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠ ভোটে নতুন বিল অনুমোদন করে। পরে এ বিলে অনুমোদন দেয় গার্ডিয়ান কাউন্সিল। কোনো খসড়া আইন দেশটির সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হওয়ার বিষয়টি এ কাউন্সিল নিশ্চিত করে থাকে। তবে রাষ্ট্রীয় সব বিষয়ে চূড়ান্ত মতামত দেওয়ার ক্ষমতার অধিকারী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এ আইন নিয়ে অবস্থান কী, তা এখনো জানা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও