প্লেনে টিভির পর্দা ঢেকে দেয়ায় সহযাত্রীর চুলে চুইংগাম লাগালেন তিনি
প্লেন, বাস কিংবা অন্যান্য যানবাহনে আশপাশের যাত্রীদের কারণে নানা সমস্যায় পড়তে হয়। সহযাত্রীর দ্বারা এমনই এক সমস্যায় পড়েছেন উড়ন্ত প্লেনের এক যাত্রী। তবে তিনি এর প্রতিকারও করেছেন প্রতিশোধের ঢঙ্গে। সেটির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ফ্লাইটে এক নারী আরেক নারীর চুলের সঙ্গে কিছু একটা করছেন। কী করছেন, তা বোঝার জন্য একটু জুম করা হয়। দেখা যায়, সামনের সিটের এক নারী তার বড় চুল এমনভাবে সিটের পেছনে ফেলে রেখেছেন এতে পেছনের সিটের যাত্রীর ফ্রন্ট সিটের টিভি মনিটরটা ঢেকে গেছে। সেই যাত্রীকে শাস্তি দিতেই এরপর বদ্ধপরিকর হয়ে ওঠেন অপরজন।
ভিডিওটিতে দেখা যায়, পেছনের সিটের যাত্রী সামনের সিটের যাত্রীর মেলে রাখা চুলে চুইং গাম লাগিয়ে দেন। এমনভাবে লাগানো হয় যাতে তা ওঠাতে কষ্ট হতে পারে। এখানেই শেষ নয়, এরপর ওই চুল কিছু একটা জিনিস দিয়ে অল্প অল্প করে কাটতে শুরু করেন তিনি। বিভিন্ন অংশ থেকে অল্প অল্প করে কেটে দেন। তার এই কীর্তি বিমানসেবিকা দেখলে তিনি কিছুক্ষণের জন্য এই কাজ বন্ধ করে দেন। কিন্তু পরে আবার শুরু করেন। এ বার তিনি তার মুখে থাকা ললিপপ বের করে ওই চুলে আটকে দেন। এতেই শেষ নয়, ললিপপ ভালো করে আটকে রাখার জন্য তা কফির ক্যানেও চুবিয়ে দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.