ইউরোপে কফি, চকোলেট যেন আগামীর ‘কালো সোনা’
ইউরোপে তেলের বাজারে মন্দা৷ বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে বড় তেল কোম্পানিগুলো৷ বেশি লাভ কফি, চকোলেট, স্ন্যাকস ইত্যাদিতে! বিপি, রয়েল ডাচ শেল এবং টোটাল-এর মতো বড় তেল কোম্পানিগুলোর ওপর বিনিয়োগকারী এবং বিভিন্ন সরকারের পক্ষ থেকে কার্বন নিঃসরণ কম করে এমন জ্বালানি উৎপাদনের চাপ বেড়েই চলেছে৷ কিন্তু নবায়নযোগ্য তেলের জন্য বিলিয়ন বিলিয়ন ইউরো খরচ করে কোম্পানিগুলো উল্টো বিপদে পড়ছে৷ করোনা সংকটের সময় সার্বিকভাবেই ব্যবসার অবস্থা খারাপ৷ আর এই খাতে তো এত খারাপ যে, কোম্পানিগুলো বিকল্প খাতে অল্প লাভের দিকেও ঝুঁকতে বাধ্য হচ্ছে৷ দেখা যাচ্ছে, তেল বিক্রির চেয়ে ফিলিং স্টেশন লাগোয়া অটোম্যাট বা দোকানে কফি, চকোলেট, স্ন্যাকসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রিতে লাভ যথেষ্ট বেশি৷
ফলে বিপি, রয়েল ডাচ শেল এবং টোটাল-এর মধ্যে শুরু হয়েছে ফিলিং স্টেশন বাড়ানোর প্রতিযোগিতা৷ ফিলিং স্টেশনে গাড়িতে তেল বা গ্যাস ভরতে, কিংবা ইলেকট্রনিক গাড়ি (ইভি) চার্জ করাতে গিয়ে চট করে এক কাপ কফি পান করা বা সঙ্গে কিছু চকোলেট, স্ন্যাকস বা অন্য খাবার নেয়ার যথেষ্ট সময় পাওয়া যায়৷ অনেকেই তখন এটা-ওটা কেনেন৷ সুতরাং ফিলিং স্টেশন যত বাড়বে ততই বাড়বে এসব পণ্যের বিক্রি৷