চাঁদ থেকে পাথর-মাটি তুলে আনছে চীনা রকেট
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ১৯:৪১
চাঁদের বুকে চীনের রকেট অবতরণের পর সেটি সেখান থেকে প্রথম রঙিন ছবি পাঠিয়েছে। ল্যান্ডারটি যে প্যানোরামিক ছবি পাঠিয়েছে তাতে মহাকাশযানটির পা দেখা যাচ্ছে। সেই সাথে দেখা যাচ্ছে আদিগন্ত বিস্তৃত চাঁদের মাটি।
এই ল্যান্ডারটি গত মঙ্গলবার চাঁদে অবতরণ করে। এর পরপরই পৃথিবীতে পাঠানোর জন্য সেটি চাঁদের পৃষ্ঠ থেকে পাথর আর মাটির নমুনা সংগ্রহ শুরু করে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পাথর
- মাটি
- চাঁদে মহাকাশযান