কুড়িয়ে পাওয়া শিশু পেল মা-বাবার কোল

প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়া প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ১৯:৪০

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশ থেকে কুড়িয়ে পাওয়া এক শিশুকে এক নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দিয়েছেন আদালত। শিশুটির বয়স আনুমানিক পাঁচ মাস। গত রোববার সন্ধ্যায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামের একটি সড়কের পাশের কলাগাছের ঝোপে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর চার দিন শিশুটি আদালতের হেফাজতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ছিল। আজ বৃহস্পতিবার আবেদনের পরিপ্রেক্ষিতে নিঃসন্তান শিক্ষক দম্পতি শিশুটিকে দত্তক পেলেন।

ওই শিক্ষক দম্পতি সরকারি কলেজে চাকরি করেন। এর মধ্যে স্ত্রী ফেনীর একটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক এবং স্বামী চাঁদপুরের একটি সরকারি কলেজে সহকারী অধ্যাপক পদে রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও