কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাস্ক পরে পেলেন গোলাপ ফুল

জাগো নিউজ ২৪ দামুড়হুদা প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ১৫:২১

শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডে এই কার্যক্রম শুরু করে দামুড়হুদা উপজেলা প্রশাসন। এ সময় মাস্ক পরিহিত পথচারীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। স্বাস্থ্যবিধি মান্যকারীদের উৎসাহিত করতে ওই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি। ইউএনও জানান, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে প্রশাসন। মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণের পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে। আর স্বাস্থ্যবিধি অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতে করা হচ্ছে জরিমানা।

জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও