পদ্মা সেতুতে ৪০তম স্প্যান উঠছে আগামীকাল শুক্রবার। ১১ ও ১২ নম্বর পিলারের ওপর এই স্প্যানটি বসবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই সেতুটি তৈরি হবে।
জানা যায়, শুক্রবার (৪ ডিসেম্বর) সকালেই ৪০তম স্প্যান বসানো হবে। এই স্প্যানটি বসানো হলে সেতুর প্রায় ৬ কিলোমিটার দৃশ্যমান হবে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৪০তম স্প্যানটি ক্রেনে তুলে নির্ধারিত পিলারের কাছে নিয়ে এসেছে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মূল সেতুর কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ অব লিমিটেড। শুক্রবার সকালে নির্ধারিত পিলারের ওপর তোলা হবে স্প্যানটি বলে বার্তা২৪.কম-কে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.