টিকা নিতে যুক্তরাজ্যে যেতে অস্থির অনেক ভারতীয়
করোনাভাইরাসের টিকা নিতে ভারত থেকে অনেকে যুক্তরাজ্যে যেতে চান। ট্রাভেল এজেন্টরা এমনটাই জানিয়েছেন। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে আজ বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ট্রাভেল এজেন্টরা বলছেন, করোনার টিকা নিতে যথাসম্ভব দ্রুত যুক্তরাজ্যে যেতে আগ্রহী, এমন ভারতীয়রা তাঁদের কাছ থেকে এ-সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন।
গতকাল বুধবার যুক্তরাজ্য সরকার ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের টিকা সে দেশে ব্যবহারের অনুমোদন দেয়। যুক্তরাজ্যই বিশ্বের প্রথম দেশ, যারা এই টিকা ব্যবহারের অনুমোদন দিল। এই ঘোষণা আসার পরপরই টিকা নিতে যুক্তরাজ্যে যেতে আগ্রহী হয়ে উঠেছেন ভারতীয়রা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- টিকা
- অস্থির
- করোনা টিকা
- ফাইজার