![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/abjal-2012030612.jpg)
মাদক মামলায় পাপিয়া দম্পতির অভিযোগ গঠনের শুনানি ১২ জানুয়ারি
মাদক মামলায় শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আমিরুল ইসলামের আদালত নতুন এ দিন ধার্য করেন।
এর আগে আসামি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়। এরপর আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। এ সময় আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী বছরের ১২ জানুয়ারি দিন ধার্য করেন।