![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/12/03/jashorer-flower-021220-01.jpg/ALTERNATES/w640/jashorer-flower-021220-01.jpg)
করোনাভাইরাসের দ্বিতীয় টেউ: শঙ্কায় গদখালীর ফুলচাষি
ইংরেজি নববর্ষ, ভ্যালেন্টাইনস ডে, পহেলা ফাল্গুন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিশেষ উৎসবের দিনগুলোকে কেন্দ্র করে যশোরের গদখালীর ফুলের বাজার চাঙ্গা হয়ে ওঠে।
প্রায় পরপর আসা এসব দিবস উপলক্ষে বছরের অক্টোবর থেকে এই এলাকার ফুলচাষিরা ক্ষেতে নানা জাতের ফুল লাগানো ও পরিচর্যার কাজে ব্যস্ত হয়ে পড়েন। তবে করোনাভাইরাসের কারণে এবছর এই চিত্র পাল্টে গেছে। ফুলের রাজ্যে সেই ব্যস্ততা নেই বললেই চলে।