![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/12/03/110022pic-08_257306.jpg)
সাবেক ম্যানেজারের স্ত্রীর ওপর নজর পড়ল প্রভাবশালী মালিকের, অতঃপর...
নওগাঁর সাপাহারে অবস্থিত শাওন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক সইবুর রহমান বকুলের বিরুদ্ধে তার সাবেক ম্যানেজারের স্ত্রীকে জোরপুর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যৌন নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী ও দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার করমুডাঙ্গা গ্রামের বাসিন্দা ফায়জুল কবির প্রায় ৪ মাস আগে আসামির প্রতিষ্ঠান শাওন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ক্লিনিকের অদূরে জনৈক কিবরিয়ার বাসা ভাড়া নিয়ে ফায়জুল দম্পতি বসবাস করতেন। সেই সুবাদে ডায়াগনস্টিক সেন্টারের মালিক প্রভাবশালী সইবুর রহমান বকুলের ওই বাসায় অবাধে যাতায়াত করতেন।