![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Flash-20201203083149.jpg)
৮ মাসের মাথায় একই স্থানে একইভাবে মৃত্যু হলো দুই ভাইয়ের
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক্টরের চাপায় আল আমীন (২৫) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নোয়াহাটি-মনতলা সড়কের ফরহাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমীন উপজেলার তেলিয়াপাড়া বর্ডিং এলাকার ইউনুস মিয়ার ছেলে।
মাধবপুরের তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা জানান, আল আমীন একটি সিএনজি অটোরিকশায় তার শ্বশুরবাড়ি মনতলার সুলতানপুরে যাওয়ার পথে ফরহাদপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে চাপা দিলে আল আমীন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ তার লাশ উদ্ধার করে।