You have reached your daily news limit

Please log in to continue


অশ্লীল মন্তব্যে ধৃত কারনান

সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বর্তমান এবং অবসরপ্রাপ্ত অনেক বিচারপতি, তাঁদের স্ত্রী ও মহিলা বিচারপতিদের সম্পর্কে অশ্লীল, অবমাননাকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সিএস কারনান। নিজের বক্তব্য তিনি ইউটিউবে পোস্ট করেছিলেন। চেন্নাই পুলিশের সাইবার ক্রাইম বিভাগের একটি দল আজ শহরের উপকন্ঠে কারনানের বাসভবনে পৌঁছয়। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তিন বছর আগে, কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীনই আদালত অবমাননার অভিযোগে ছয় মাসের জন্য কারনানের জেল হয়েছিল। দেশের বিচারব্যবস্থার ইতিহাসে সেটা ছিল এই ধরনের প্রথম ঘটনা। তৎকালীন প্রধান বিচারপতি জেএস কেহরের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ কারনানকে গ্রেফতার করার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিল। আর কারনানই ছিলেন দেশের প্রথম বিচারপতি, যাঁকে সুপ্রিম কোর্টের বিচারের মুখে পড়তে হয়েছিল। শীর্ষ আদালতের নির্দেশের পর গ্রেফতারি এড়াতে সে বার কয়েক সপ্তাহ গা ঢাকা দিয়েছিলেন কারনান। অবশেষে মোবাইল ফোন ট্র্যাক করে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন