বাঁধের জবাবে বাঁধ!

আনন্দবাজার (ভারত) তিব্বত প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ০৫:৪০

বাঁধ মোকাবিলায় পাল্টা বাঁধ! অরুণাচলের ও-পারে চিনের তিব্বত অংশে ব্রহ্মপুত্রের মূল উৎস ইয়ারলুং সাংপোর উপরে বাঁধ তৈরি করবে চিন। এর প্রভাব কাটাতে অরুণাচলে সিয়াংয়ের উপরে বড় বাঁধ গড়ার কথা ভাবছে ভারত।

যদিও বিদেশনীতির অস্ত্র হিসেবে অরুণাচলে বড় বাঁধ গড়া কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে উঠছে প্রশ্ন। বড় বাঁধ গড়তে বিপুল অরণ্য ধ্বংস হয়। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এর বিরুদ্ধে আন্দোলনও হয়েছে বিভিন্ন স্থানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও