পরিবার নিয়ে নিজের গড়া কিন্ডার গার্টেনে উঠেছেন মিজানুর রহমান। এক সময় এটি ছিল তার আয়ের উৎস; মহামারীকালে আয় হারিয়ে দায়ে পড়ে এখন এটি হয়েছে তার আশ্রয়স্থল।