অ্যাপের ডেটা সংগ্রহ সীমিত করতে নতুন খসড়া নীতি চীনে

বিডি নিউজ ২৪ চীন প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ২১:২৯

মোবাইল অ্যাপের ব্যক্তিগত ডেটা সংগ্রহকে সীমিত করতে নতুন খসড়া নীতি উন্মোচন করেছে চীন। ওই খসড়া নীতি প্রকাশ করেছে ‘সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না’। অনলাইন শপিং, ইনস্ট্যান্ট মেসেজিং থেকে শুরু করে রাইড হেইলিং, বাইক শেয়ারিংয়ের মতো মোট ৩৮টি ধাঁচের অ্যাপ ওই নীতির আওতায় পড়বে।

এক প্রতিবেদনে রয়টার্স উল্লেখ করেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীন নিজেদের প্রযুক্তি খাতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত বাড়িয়েছে। গত মাসে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য একচেটিয়া বিরোধী খসড়া নিয়ম তৈরি করেছে।

ডেটা সুরক্ষা ও ভোক্তা অধিকার সম্পর্কে উদ্বেগও প্রকাশ করেছে দেশটি। অনেক ক্ষেত্রে গ্রাহক ডেটা ভুলভাবে পরিচালনা করার দায়ে একাধিক অ্যাপকে স্থগিতও করেছে চীনা কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে চীনের সাইবার প্রশাসন বলেছে, “সাম্প্রতিক বছরগুলোতে মোবাইল ইন্টারনেট অ্যাপ্লিকেশনের ব্যবহার বিস্তর পরিসরে বেড়েছে, অর্থনীতি ও সামাজিক উন্নয়নকে সামনে এগিয়ে নিতে এবং মানুষের জীবনযাত্রায় সেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও