কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছয়টি চিনিকলে আখমাড়াই বন্ধ রাখার প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলো গোবিন্দগঞ্জ প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ২০:২৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলসহ দেশের ছয়টি চিনিকলে আখমাড়াই বন্ধ রাখার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছেন সহস্রাধিক আখচাষি ও শ্রমিক-কর্মচারী। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের চিনিকলের সামনের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় উভয় দিকে শতাধিক ছোট–বড় যানবাহন আটকা পড়ে।

সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ থানার একদল পুলিশ এসে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে শুরুতে তা অগ্রাহ্য করে অবরোধ চালিয়ে যান চাষি-শ্রমিক-কর্মচারীরা। পরে বেলা ১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এর আগে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার সদর দপ্তর থেকে ১৫টি চিনিকলের মধ্যে অব্যাহত লোকসানে ২০২০-২১ মৌসুমে রংপুর চিনিকলসহ ৬টিতে মাড়াই বন্ধ রাখার নির্দেশনা আসে। এই মৌসুমে শুধু ৯টি চিনিকলে আখমাড়াই করার নির্দেশসংবলিত ওই চিঠি পাওয়ার পর বিক্ষোভে ফেটে পড়েন আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও