![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F0a2a2230-b620-45cb-820d-7fbfd607019a%252Fzidn.JPG%3Frect%3D0%252C0%252C2918%252C1532%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
রিয়াল মাদ্রিদ এই অঙ্ক মেলাতে পারবে?
প্রথম আলো
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ১৯:৫০
স্পেনে গুঞ্জন, জিনেদিন জিদান হয়তো দু-এক দিনের মধ্যেই রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে বরখাস্ত হবেন। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এল মুন্দো বলছে, আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যখন বরুসিয়া মনশেনগ্লাডবাখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ, সে ম্যাচে রিয়ালের ডাগআউটে না-ও থাকতে পারেন জিদান।