You have reached your daily news limit

Please log in to continue


২৭ বছর পর দেশের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

২০২১ সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে ভারতে আসতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁকে আনুষ্ঠানিক ভাবে রিপাবলিক দে প্যারেডে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই ভাবে আগামী বছর জি-৭ সামিটে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন বরিস জনসন। জানা গিয়েছে, গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথপোকথনের সময় তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। জনসনও মোদীকে পরের বছর জি-৭ সম্মেলনে ব্রিটেনে আসার আমন্ত্রণ জানিয়েছেন। শেষবার ভারতে ১৯৯৩ সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এসেছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর। এবার বরিস জনসন এলে তা হবে ২৭ বছর পর। সূত্রের খবর, দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। বরিস জনসন ভারতকে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের অফার দিয়েছেন। একই সঙ্গে পরিবেশ বদল নিয়ে দুই দেশের মধ্যে সুদৃঢ় বোঝাপড়া ও কোভিড পরিস্থিতি নিয়ে একসঙ্গে কাজ করার আলোচনাও চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন