![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F3443f627-e8ef-40df-9252-ffe435242a15%252F1067.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
মার্কিন দূতাবাসের অ্যানেক্স ভবনের কাছে বোমাসদৃশ বস্তু
মার্কিন দূতাবাসের অ্যানেক্স ভবনের কাছে আজ বুধবার সন্ধ্যায় সন্দেহজনক বস্তু পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। ভাটারা থানার অদূরে ভবনটির অবস্থান। ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিতে ভাটারা থানার পুলিশ সেখানে অবস্থান করছে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই শরীফুল আলম।