ঋণ পরিশোধের পর যে দোয়া করতেন বিশ্বনবি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ১৭:৫৬
প্রয়োজন পূরণে মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়। অনেক সময় অন্যের সাহায্য নিতে হয়। এ সাহায্যের মধ্যে ঋণ বা করজ অন্যতম একটি। ঋণ বা করজ গ্রহণ করলে তা যথাসময়ে পরিশোধ করা উত্তম। আর ঋণ পরিশোধের সময় ঋণদাতার জন্য দোয়া করা। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও ঋণদাতার জন্য দোয়া করেছিলেন। হাদিসে এসেছে-
হজরত ইসমাইল ইবনে ইবরাহিম ইবনে আব্দুল্লাহ ইবনে আবু রাবিয়া রাদিয়াল্লাহু আনহু তার বাবার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছ থেকে চল্লিশ হাজার দিরহাম ঋণ বা করজ নিয়েছিলেন। এরপর তাঁর কাছে মাল (সম্পদ) আসলে তিনি তা আদায় করেন। আর এ বলে দোয়া করেন-
- ট্যাগ:
- ইসলাম
- দোয়া
- মহানবি [সা.]
- ঋণ পরিশোধ
- ঋণদাতা