হারের হ্যাটট্রিকের পর জয়ের মুখ দেখার আনন্দ কেমন হতে পারে? জিজ্ঞেস করুন বেক্সিমকো ঢাকাকে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে টানা তিন ম্যাচ হারের পর আজ জয়ের মুখ দেখল ঢাকা। সেটিও কষ্ট করেই। ফরচুন বরিশালের মাত্র ১০৮ রান তাড়া করতে নেমে ম্যাচটা কঠিন করে তুলেছিল মুশফিকুর রহিমের দল। বরিশালের বোলারদেরও প্রশংসা প্রাপ্য। তবে শেষ ৫ ওভারে প্রয়োজনীয় রান বলসংখ্যার চেয়ে বেশি হওয়ার দায়টা ঢাকার ব্যাটসম্যানদেরই।
উইকেট পুরো ব্যাটিংবান্ধব না হলেও এমন নয় যে বরিশালের বোলাররা আহামরি বল করেছেন। আসলে টি-টোয়েন্টি ব্যাটিংয়ের মেজাজটাই যে দেখা যাচ্ছে না! এমনকি শেষ ২০ বলেও দরকার ছিল ২৭ রান। ত্রাতা হয়ে দাঁড়াতে হয় সেই মুশফিকুর রহিম ও ইয়াসির আলীকে।
চতুর্থ উইকেটে দুজনের ৪১ বলে ৫৫ রানের জুটিতে ৭ উইকেটে জয়ের দেখা পায় ঢাকা। ৩৪ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন মুশফিক। অন্য প্রান্তে ৩০ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ইয়াসির। ২ ছক্কা ও ৩ চারে ইনিংসটি সাজান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.