ভারত থেকে চাল আমদানি করছে চীন
তিন দশকের মধ্যে প্রথমবারের মতো প্রতিবেশী ভারত থেকে চাল আমদানি শুরু করেছে চীন। সরবরাহের ঘাটতির মধ্যে ভারত থেকে মূল্য ছাড়ের প্রস্তাব পেয়ে চীন এ পদক্ষেপ নিয়েছে বলে ভারতীয় শিল্প খাতের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
ভারত বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারী দেশ আর চীন বৃহত্তম আমদানিকারক। বেইজিং প্রতি বছর প্রায় ৪০ লাখ টন চাল আমদানি করে। মানের সমস্যা উল্লেখ করে এতদিন ভারত থেকে চাল কেনা এড়িয়েছে চীন।
কিন্তু হিমালয় অঞ্চলে সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে বিরাজমান তীব্র উত্তেজনার মধ্যেই এবার ভারত থেকে চাল কিনতে শুরু করল চীন।