পাঠক শূন্য গণগ্রন্থাগারে বস্তাবন্দী ৯ মাসের দৈনিক পত্রিকা

জাগো নিউজ ২৪ মাগুরা সদর প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ১২:৪৬

সামসুল ইসলাম গ্র্যাজুয়েশন শেষে বাড়িতে রয়েছেন এক বছর ধরে। করোনার কারণে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি চোখে পড়েনি তার। দেখবেনই বা বা কী করে! গণগ্রন্থাগার বন্ধ গত ৯ মাস ধরে। ফলে এখন সব প্রস্তুতিতে পড়েছে ভাটা। ৯ মাস সরকারি গণগ্রন্থাগার বন্ধ থাকায় পড়তে পারছেন না পছন্দের কোনো কিছুই।

তমলা রহমান মাগুরা সরকারি কলেজের অনার্স পড়েন। তার অবস্থাও সামসুল ইসলামের মতই। বাড়িতে পাঠ্যবই ছাড়া অন্য কোনো বই নেই। ছোটবেলা থেকেই বই পড়ায় তার ঝোঁক বেশি। তাই সাত কিলোমিটার দূরে ছোট পালিয়া গ্রাম থেকে সাইকেল চালিয়ে শুধু বই আর পত্রিকা পড়তে মাগুরা শহরে আসতেন। কিন্তু গণগ্রন্থাগার বন্ধ থাকায় সেই ঝোঁকেও ভাটা পড়তে শুরু করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও