এশিয়ার দেশে দেশে নবান্নের উৎসব

প্রথম আলো প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ০৮:০৫

‘প্রথম ফসল গেছে ঘরে,—/ হেমন্তের মাঠে–মাঠে ঝরে/ শুধু শিশিরের জল;/ অঘ্রানের নদীটির শ্বাসে/ হিম হয়ে আসে/ বাঁশ–পাতা—মরা ঘাস—আকাশের তারা!/ বরফের মতো চাঁদ ঢালিছে ফোয়ারা!/ ধানক্ষেতে—মাঠে/ জমিছে ধোঁয়াটে/ ধারালো কুয়াশা!’

হেমন্ত এক অদ্ভুত ঋতু। আশা জাগানো ঋতুও বটে। জীবনানন্দের কবিতায় ঘুরেফিরে এসেছে কার্তিক আর অগ্রহায়ণ। এসেছে হেমন্ত নানা রূপে। এই ঋতু মানুষকে শতাব্দীর পর শতাব্দী সুখের মুখ দেখিয়েছে। আজও দেখিয়ে চলেছে। আগের মতো এখন আর কেবল হেমন্তে ফসল না উঠলেও কার্তিক আর অগ্রহায়ণ আছে স্বমহিমায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও