হল-মার্ক ঋণ কেলেঙ্কারি: দুদকের অনুসন্ধান দলে নতুন দুই মুখ

বিডি নিউজ ২৪ দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ২২:৩০

হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনায় নন-ফান্ডেড (যেক্ষেত্রে সরাসরি ঋণগ্রহিতাকে নগদ টাকা দেওয়া হয় না) অংশের অনুসন্ধান দল পুনর্গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক পরিচালক মীর জয়নুল আবদীন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান দলে আরও দুজনকে যুক্ত করা হয়েছে কমিশনার মোজাম্মেল হক খান জানান।

মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, হল-মার্ক গ্রুপের নন-ফান্ডেড অংশ অনুসন্ধানের জন্য কমিশনের পরিচালক মীর জয়নুল আবদীন শিবলীর নেতৃত্বে একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে।

কমিটিতে নতুন করে উপসহকারী পরিচালক সহিদুর রহমান ও আফনান জান্নাত কেয়াকে যুক্ত করা হয়েছে।

আগের সদস্যরা হলেন- উপপরিচালক এস এম আক্তার হামিদ ভূঁইয়া, মশিউর রহমান ও সেলিনা আক্তার মনি, সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন ও সিলভিয়া ফেরদৌস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও