ভৈরবে গৃহবধূর ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা

এনটিভি ভৈরব প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ২১:১০

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আঁখি মনি (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামের পাড়াতলায় স্বামীর বাড়ি থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আঁখি মনি ভৈরবের শিমূলকান্দি ইউনিয়নের শিমূলকান্দি গ্রামের আরিজ মিয়ার মেয়ে। পরিবারের দাবি, স্বামী সাফায়েত উল্লাহসহ তাঁর পরিবারের সদস্যরা আঁখিকে হত্যা করে পালিয়ে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিন মাস আগে আঁখি মনির বিয়ে হয় গজারিয়া ইউনিয়নের মানিকদী পাড়াতলা গ্রামের সাফায়েত উল্লাহর সঙ্গে। এটা তাঁর দ্বিতীয় বিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও