সৎ ছেলের লোভের আগুনে এক মায়ের মৃত্যুর লোমহর্ষক ঘটনা
মায়ের মৃত্যুর পর বাবা দ্বিতীয় বিয়ে করলেও সৎ মায়ের সঙ্গে ভালো সম্পর্ক ছিল প্রথম পক্ষের ছেলের। কিন্তু স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির কথায় তৈরি হয় অবিশ্বাস ও সন্দেহ। ছেলের ধারণা, বাবার সম্পত্তি নিয়ে নিবে সৎ মা। পারিবারিক টানাপোড়েনে তিনি বাবার কাছ থেকে আলাদা থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা দাবি করেন। পারিবারিক বৈঠকে বাবা তার ছেলেকে তার সঙ্গে থাকতে অনুরোধ করে মাসে ২০ হাজার টাকা দিতেও রাজি হন। তবে এতে সন্দেহ কাটেনি ছেলের। সেই সন্দেহে ঘি ঢালে শ্বশুর বাড়ির লোকজন। শুরু হয় বাকবিতণ্ড, ঝগড়া। একপর্যায় ‘পথের কাটা’ সৎ মাকে ছুরিকাঘাতে হত্যা করে সেই পাষণ্ড ছেলে। ভয়ংকর ক্রোধে মৃত লাশে গাসের চুলা থেকে কাপড়দিয়ে আগুনও ধরিয়ে দেয়। সবাই মিলে ঘটনা ধামাচাপা দেওয়া চেষ্টা করে। তবে অপরাধবোধ আর অনুশোচনায় সেই ছেলে নিজের ঘরে ফ্যানের সঙ্গে কাপড় বেধে আত্মহত্যার চেষ্টা করে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সৎ মা
- দ্বিতীয় বিয়ে
- মায়ের মৃত্যু