ট্রাক, ট্রাক্টর ও ৪ মাসের খাবার নিয়ে রাস্তায় কৃষক, বিপদে মোদি সরকার
ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের বিক্ষোভে উত্তাল দিল্লির সীমান্ত। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে কয়েক লাখ কৃষক দিল্লি ঘেরাও করেছেন।
নিজেদের ট্রাক এবং ট্রাক্টর-ট্রলি, যেগুলো সাধারণত ফসল পরিবহনের জন্য ব্যবহৃত হয় সেসব নিয়ে রাস্তায় নেমে এসেছেন আন্দোলনকারী কয়েক লাখ কৃষক। তারা কয়েক মাসের রেশনসহ দাবি আদায়ের সংকল্প নিয়েই দিল্লির পথে রওনা হয়েছেন বলে জানা গেছে।
পাঞ্জাব রাজ্যের প্রবীণ কৃষক ভারতীয় কিষাণ ইউনিয়নের (ক্রান্তিকরি গ্রুপ) এর প্রধান সুরজিৎ সিং ফুল বলেন, ‘আমরা আমাদের সাথে চার মাসের রেশন- আটা, শাকসবজি, খাবার তেল ও মশলা নিয়ে এসেছি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.