টোকিওতে ফিরেছে অলিম্পিক রিং

ডেইলি বাংলাদেশ টোকিও প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ১৮:২৯

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া অলিম্পিক আয়োজনের তোরজোড় ফের শুরু হয়েছে জাপানের রাজধানী টোকিওতে। মঙ্গলবার সেখানকার জলস্রোতে ফের ফিরিয়ে আনা হয়েছে বিশালাকৃতির অলিম্পিক রিংয়ের সেট। যা গেমসের উৎসাহ বাড়াতে সহায়তা করবে।
ভ্যাকসিনের ট্রায়াল টোকিও গেমস আয়োজনের প্রত্যাশাকে আরো বাড়িয়ে দিয়েছে। গেমস শুরুর নতুন তারিখ নির্ধারিত হয়েছে ২০২১ সালের ২৩ জুলাই। করোনার সংক্রমনের কারণে এই গেমস আয়োজন বিলিম্বিত হয়েছে।

৬৯ টন ওজনের এই রিং গুচ্ছ টোকিওর ওডাইবা উপসাগরীয় অঞ্চলে পুন:স্থাপন করা হয়েছে। গেমস স্থগিত হয়ে যাওয়ায় ক্ষন গননা শুরুর জন্য বসানো রিং গুচ্ছটি দেখভাল ও রক্ষনাবেক্ষনের জন্য গত আগস্টে সরিয়ে নেয়া হয়েছিল। নতুন বছরের শুরুতে এখান থেকেই ফের শুরু হবে ক্ষন গননা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও