![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F12%2F01%2Fbrahmanbaria-pic.jpg%3Fitok%3DdovfE5hJ)
ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে পাওয়া গেল শিশু
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামের সড়কের পাশ থেকে ছয় মাসের এক ছেলে শিশুকে পাওয়া গেছে।
গত রোববার রাতে শিশুটিকে উদ্ধার করে ওই গ্রামের জহির মিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ খবর পেয়ে শিশুটিকে রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে।