কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেটে ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

সংবাদ সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালত প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ১৮:৩০

বিজ্ঞানমনস্ক লেখক ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় আরও একজন সাক্ষ্য দিয়েছেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল আমিন বিপ্লবের আদালতে এই মামলায় সাক্ষ্য প্রদান করেন মদন মোহন কলেজের সহকারী অধ্যাপক আবুল কাশেম।এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলার ১৫ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করলেন। আবুল কাশেম এই মামলার সুরতহাল প্রতিবেদনের সাক্ষী ছিলেন। অনন্ত বিজয় দাশের মৃত্যুর পর সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে সুরতহাল প্রস্তুত করে পুলিশ। এসময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন কাশেম।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন, আবুল কাশেমের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এই মামলায় ২১ সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষ্য প্রদান করলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও