মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে দেয়ালের লেখা পড়তে পারছেন। টুইটার ও ফেসবুকে এখনো জারিজুরি করলেও সময় যে তাঁর শেষ, সে উপলব্ধিতে তিনি পৌঁছে গেছেন। হোয়াইট হাউসের এক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ কথা জানিয়েছে।
অ্যারিজোনা ও উইসকনসিনের ভোট জো বাইডেনের পক্ষে প্রত্যয়নের পর ডোনাল্ড ট্রাম্পের কোনো আশাই আর অবশিষ্ট নেই। ভোটের ফলাফলকে বিতর্কিত করতে তাঁর প্রয়াস সফল হয়নি। ট্রাম্পের আইনি লড়াইয়ের সঙ্গে যুক্ত এক উপদেষ্টা সিএনএনকে বলেছেন, ট্রাম্প এখন উপলব্ধি করতে পারছেন যে, তিনি সত্যি হেরে গেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.