কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শচীনের আরো একটি রেকর্ড ভাঙার সামনে কোহলি

ডেইলি বাংলাদেশ সিডনি প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ১৮:০০

রোববার সিডনিতে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২২ হাজার রানে পৌঁছেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বুধবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে শ্চীনের আরেকটি রেকর্ড ভাঙার দোরগোড়ায় আছেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রানে পৌঁছেছিলেন শচীন। ৩০৯ ম্যাচ ও ৩০০তম ইনিংসে এই কীর্তি গড়েছিলেন তিনি। সেই রেকর্ডই এখন ভাঙার সামনে বিরাট।

২৫০ ম্যাচে ২৪১ ইনিংসে ভারত অধিনায়কের রান এখন ১১,৯৭৭। অর্থাৎ আর মাত্র ২৩ রান করলেই ১২ হাজার রানে পৌঁছে যাবেন তিনি। বুধবার ক্যানবেরার মানুকা ওভাল মাঠে কোহলি এই কীর্তি করলে তা হবে ২৫১ ম্যাচ ও ২৪২ ইনিংসে। যা শচীনের থেকে অনেকটাই কম।

এই কীর্তি গড়লে একদিনের ক্রিকেটে ১২ হাজার রানে পৌঁছনো ষষ্ঠ ক্রিকেটার হবেন কোহলি। শচীন ছাড়া বাকিরা হলেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা (৩৫৯ ম্যাচে, ৩৩৬ ইনিংসে), সনাথ জয়সুরিয়া (৩৯০ ম্যাচে, ৩৭৯ ইনিংসে) ও মাহেলা জয়াবর্ধনে (৪২৬ ম্যাচে, ৩৯৯ ইনিংসে) এবংঅস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৩২৩ ম্যাচে, ৩১৪ ইনিংসে)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও