অতিথি পাখির স্থায়ী আবাসস্থল নওগাঁর খাগড়কুড়ি গ্রাম

বাংলাদেশ প্রতিদিন নওগাঁ সদর প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ১৬:৩৩

সবুজে ঘেরা, ছায়া সুনিবিড় গ্রাম খাগড়কুড়ি এখন পাখি গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। এক সময় পাখিরা অতিথি হলেও এখন তারা স্থায়ী বাসিন্দা। গত ৮ থেকে ১০ বছর আগে থেকে পাখিদের বিচরণ শুরু হয়েছে। প্রতি বছর তাদের আসা-যাওয়া থাকলেও এবার তারা বাসা বেঁধে সংসার পেতেছে গাছে। ডিম পেড়ে বাচ্চা দিয়েছে।

মনের সুখে নিশ্চিন্তে সংসার করছে। সকাল-বিকেল তাদের কিচির-মিচির শব্দে মুখরিত থাকে গ্রামটি। সূর্য ওঠার পরপরই তারা আহারে বেরিয়ে যায়। আবার ফিরে আসে বিকেল নাগাদ। প্রতিদিনই দর্শনার্থীরা পাখিদের কিচির-মিচির উপভোগ করতে গ্রামটিতে বেড়াতে আসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও