অভিষেক, দিলীপ, সৌমিত্র: রাজনীতির ব্যক্তি আক্রমণ গড়াচ্ছে আদালতে

আনন্দবাজার (ভারত) কোচবিহার প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ১৫:২৯

বিজেপি বনাম তৃণমূল ব্যক্তিগত আক্রমণের লড়াই কি আদালতে গড়াচ্ছে? ‘ভাইপো’ বনাম ‘গুন্ডা’ মন্তব্য ঘিরে ইতিমধ্যেই আইনি চিঠি চালাচালি হয়েছে। বিজেপি সভাপতি আইনি নোটিস ধরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আবার সোমবার কোচবিহারে সরাসরি অভিষেকের নাম করে তাঁকে ‘চোর-ডাকাত’ বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তা নিয়ে মামলা ঠুকছে জেলা তৃণমূল নেতৃত্ব। সব মিলিয়ে রাজ্যের যুযুধান দুই দলের রাজনীতির কাদা ছোড়াছুড়ি বিচারের কাঠগড়ায় পর্যন্ত গড়াতে চলেছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

ডায়মন্ড হারবারে গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক হুঙ্কার দিয়েছিলেন, তাঁর নাম করে কেউ কথা বলতে পারেন না। তাই ‘ভাইপো’ বলে সম্বোধন করেন। ওই মঞ্চ থেকেই দিলীপকে ‘গুন্ডা’ বলে আক্রমণ করেন তিনি। তার প্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি অভিষেককে আইনি নোটিস পাঠিয়েছেন। ডায়মন্ড হারবারের সাংসদের কাছ থেকে উপযুক্ত জবাব না পেলে সেই লড়াই আদালত পর্যন্ত গড়াতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও