![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F2ef9ec03-6d91-4f78-9b5e-49008fe3132c%252F637d268e-e324-4aed-8fa2-6763c877457a.png%3Fw%3D700%26auto%3Dformat%252Ccompress)
এইডসে এক বছরে মৃত্যু ১৪১, শনাক্ত ১৩৮৩
এইচআইভি–এইডসে আক্রান্ত হয়ে গত এক বছরে বাংলাদেশে মারা গেছেন ১৪১ জন। এ সময়ে ১ হাজার ৩৮৩ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় এইডস নিয়ন্ত্রণ-এসটিডি কর্মসূচির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। প্রতিবছরের মতো এ বছরও সারা দেশে দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নেব দায়িত্ব’। ইউএনএইডস, ইউএনএফপিএ, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেভ দ্য চিলড্রেন ও আইসিডিডিআর, বি–এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় এইডস নিয়ন্ত্রণ-এসটিডি কর্মসূচি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
প্রথম আলো
| গাজা
১ বছর, ২ মাস আগে
১ বছর, ২ মাস আগে
প্রথম আলো
| গাজা
১ বছর, ২ মাস আগে