 
                    
                    ব্রাজিলে ১২ বছরের মধ্যে আমাজনে সর্বোচ্চ বন ধ্বংস
ব্রাজিলের আমাজন বনের উজাড় হচ্ছে। ১২ বছরের মধ্যে ব্রাজিল অংশের আমাজনের বনভূমি সর্বোচ্চ ধ্বংস হয়েছে গত এক বছরে। দেশটির মহাকাশ সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি অনলাইন এই তথ্য জানিয়েছে।
ব্রাজিলের মহাকাশ সংস্থার প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ব্রাজিলের আমাজনের বন ধ্বংস সবচেয়ে বেশি হয়েছে গত এক বছরে। ২০১৯ সালের আগস্ট থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত দেশটির আমাজনের মোট ১১ হাজার ৮৮ বর্গকিলোমিটার বন ধ্বংস হয়েছে। উজাড়ের এই হার আগের বছরের চেয়ে ৯ দশমিক ৫ শতাংশ বেশি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ধ্বংস
- মহাকাশ
- বনভূমি
 
                    
                 
                    
                