উল্লাপাড়ায় 'অসময়ের' তরমুজে কৃষিতে নতুন আশা

কালের কণ্ঠ উল্লাপাড়া প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ১২:৩৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 'অসময়ে' বিদেশি জাতের তরমুজ চাষে কৃষিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। একটি বাগানে থাইল্যান্ডের ব্ল্যাক সুইট-২ ও গোল্ডেন ক্রাউন জাত দুটির আবাদ করা হয়েছে। এরই মধ্যে তরমুজ বিক্রি শুরু হয়েছে। এতে লাভবান হবে বলে আবাদকারী কৃষক আশার কথা জানিয়েছেন।

উল্লাপাড়ার চরঘাটিনা এলাকায় ফজলুল হক নতুন একটি নার্সারি করেছেন। এ নার্সারিতে বিদেশি জাতের বড়ই, টমোটো, কফিসহ আরো ফসলের আবাদ করেছেন। নার্সারিটিতে প্রায় ৫০ শতক জমিতে থাইল্যান্ডের উন্নত দুটি জাতের তরমুজ ফসলের আবাদ করেছেন। জাত দুটি হলো- ব্ল্যাক সুইট-২ ও গোল্ডেন ক্রাউন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও