শাকে–মাছে ভরা রাজধানীর ভোরের বাজার
প্রথম আলো
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ০৯:৫১
হেমন্ত প্রায় শেষ হয়ে এল। শীত পড়ছে দেশজুড়ে। আকাশে কুয়াশা জমছে। হাওয়াও শীতল হয়ে এসেছে। গ্রামগঞ্জে এখন আমন ধান কাটা নিয়ে কর্মচাঞ্চল্য। আর অন্য রকম এক আনন্দঘন ব্যতিব্যস্ততা দেখা যায় মাছ ধরা নিয়ে।
হেমন্তের শুরু থেকেই বিলঝিল, ডোবা ও পুকুরের পানি কমতে থাকে। বছরের এ সময়ে প্রায় শুকিয়ে যাওয়া জলাশয়ে মাছ ধরার আনন্দে মেতে থাকে ‘মাছে–ভাতে’ বেঁচে থাকা বাঙালি। আবহমানকাল থেকেই এই রীতি চলে আসছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আমন ধান
- ধান কাটা
- কর্মচাঞ্চল্য