বন্ধ রাখার নির্দেশ মানতে নারাজ নওগাঁর ক্লিনিকগুলো
লাইসেন্স, চিকিৎসার পরিবেশ ও মেডিকেল ডিপ্লোমা নার্স না থাকায় নওগাঁয় বেসরকারি চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানাসহ চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়। কিন্তু সিভিল সার্জন অফিসের বিধি-নিষেধ উপেক্ষা করে কর্তৃপক্ষ তাদের কার্যক্রম ঠিকই পরিচালনা করে যাচ্ছে।
সিভিল সার্জন অফিসের কতিপয় কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ক্লিনিকগুলো পরিচালনা করা হয়ে থাকে বলে অভিযোগ উঠেছে। ১১ নভেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বন্ধ রাখার সিদ্ধান্ত
- ক্লিনিক