![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252Fc55955fc-8c4a-455a-b169-4f94e91ceb34%252F11____.JPG%3Frect%3D103%252C0%252C410%252C215%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
রাজউক নেবে ২১৯ জন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) লোক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫টি পদে মোট ২১৯ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউ। অনলাইনে অস্থায়ী পদগুলোর জন্য আবেদন শুরু হবে ৩ ডিসেম্বর থেকে। আবেদন করা যাবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
- ট্যাগ:
- লাইফ
- নিয়োগ বিজ্ঞপ্তি
- লোকবল নিয়োগ