সম্পত্তি পেতে অন্যকে বাবা দাবি, অতঃপর...
অন্য ব্যক্তির সম্পত্তির লোভে ছেলে সেজে দেওয়ানি আদালতে মামলা করেন এক ব্যক্তি। কিন্তু মামলার বিচারের সময় বাদী ভুয়া ছেলে প্রমাণিত হয়েছেন। এ সময় আদালত বাদীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় ও মামলাটি খারিজ করেন। সোমবার রাজশাহীর তানোর সহকারী জজ আদালতের বিচারক মো. আলমগীর হোসেন এ রায় দেন।
মামলাটির বাদী ছিলেন আইয়ুব আলী নামের এক ব্যক্তি। আদালত সূত্রে জানা যায়, আইয়ুব আলী নিজেকে মমিন মণ্ডল নামক এক ব্যক্তিকে বাবা হিসেবে দাবি করে সম্পত্তিতে ভাগ চেয়ে তানোর সহকারী জজ আদালতে বাদী হয়ে ৫৩/১২ মামলা করেন। বাদী আইয়ুব আলী মামলায় উল্লেখ করেন, মমিন মণ্ডলের দুই সন্তান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- বাবা
- সরকারি সম্পত্তি