যৌন নিপীড়ন প্রতিরোধে ‘প্রীতিলতা ব্রিগেড’

বাংলা ট্রিবিউন খুলনা প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ০৮:৫৫

ধর্ষণ, নারী নিপীড়ন-নির্যাতন প্রতিরোধে খুলনায় ‘প্রীতিলতা ব্রিগেড’ গঠন করা হয়েছে। ৩০ নভেম্বর খুলনা জেলা ছাত্র ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সুকন্যা সরদারকে সমন্বয়ক করে ১১ সদস্যর প্রীতিলতা ব্রিগেড কমিটি গঠন করা হয়। অন্যরা হলেন, শাইমা আলী, রুমি রহমান, আতিক্কাহ খানম সাধিকা এশা,

নাফিজা তাবাসসুম রিমঝিম, সাহারা তাবাসসুম তৌশি, ঐশী জ্যোতি গোলদার, যুক্তা জ্যোতি গোলদার, স্মিমিয়া জামান একা, মহুয়া আক্তার ও রূপা নাসরিন।নারী আন্দোলন কর্মী সুকন্যা সরদারের সভাপতিত্বে ও রুমি রহমানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন খুলনা নারী মুক্তি আন্দোলন নেত্রী সুতপা বেদজ্ঞ।বক্তারা বলেন,

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও